School Logo

কাজী মন্টু কলেজ

ভাঙ্গারহাট, কোটালীপাড়া, গোপালগঞ্জ
ESTD: 1987 EIIN: 109592 Board Code: 6826 Vocational Code: 45030

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা


KAZI MAHMUD HOSAIN MONTU

প্রতিষ্ঠাতা

প্রতিষ্ঠাতা পরিচিতি ও তার কিছু কথা

বিশ্ব আজ তথ্য ও প্রযুক্তি নির্ভরশীল। আধুনিক জাতি গঠনে এর কোন বিকল্প নেই। যার ধারাবাহিকতায় কাজী মন্টু কলেজ -এর বিভিন্ন কর্মকান্ড আজ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইন্টারনেট, কম্পিউটারের ব্যবহার, মাল্টিমিডিয়ার মাধ্যমে অনেক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম অব্যাহত আছে। ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীদের যাবতীয় তথ্য কলেজের ওয়েবসাইটে সন্নিবেশিত হয়েছে। অল্প সময়ের মধ্যেই সকল শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান সম্পন্ন করা হবে। এর জন্য বিভিন্ন শিক্ষক ICT এর উপর শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে প্রশিক্ষন গ্রহণ করেছেন। বাকি সকল শিক্ষক কলেজের নিজস্ব কম্পিউটার ল্যাবে ICT এর উপর In-house প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ কার্যক্রম এখনও অব্যাহত আছে। কলেজের ওয়েবসাইট ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তির ব্যবহার ও জ্ঞান অর্জনের সহায়তা করবে বলে আমি আশাবাদী। আমি কলেজের সাফল্য ও মঙ্গল কামনা করছি।

আমাদের দপ্তর